ঢাকা: কোনো ধরনের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই মঙ্গলবার (০৪ অক্টোবর) রাত ১১টা ৪০মিনিট থেকে অনলাইনে বাংলাদেশ বনাম ইংল্যান্ডের মধ্যকার প্রথম ওয়ানডের টিকিট বিক্রি শুরু করে সহজডটকম। টিকিট ছাড়ার সাত মিনিটের মাথায় ম্যাচের সব টিকিট বিক্রিত বা ‘সোল্ড আউট’ দেখায় বলে অভিযোগ করেন ক্রিকেটপ্রেমীরা।
বুধবার (০৫ অক্টোবর) দুপুরে মিরপুরে সংবাদ সম্মেলনে সহজডটকম’র প্রধান নির্বাহী মালিহা কাদির বলেন, ‘আমরা মঙ্গলবার রাত ১১টা ৪০ মিনিটে অল্প সংখ্যাক টিকিট ছেড়েছিলাম। রাত ১১টা থেকে ১২টার মধ্যে ২০ হাজার ইউনিক ভিজিটর আমাদের সাইটে ছিল। নিয়মমতে একজন ৩টা করে টিকিট নিশ্চিত করতে পারবে। কথা হলো, ২০ হাজার মানুষকে ৩টা করে টিকিট দিলে আমাদের ৬০ হাজার টিকিট লাগবে। আমরা বিসিবি থেকে অনলাইন কোটা থেকে মোট টিকিটের ৩০-৩৫ শতাংশ পেয়ে থাকি। ’
আরও জানতে পড়ুন.. প্রথম ওয়ানডের টিকিট বিক্রিতে জালিয়াতির অভিযোগ
এতো চাহিদা থাকায় ভিন্ন ভিন্ন সময়ে অনলাইনে টিকিটি ছাড়া হবে জানিয়ে মালিহা বলেন, ‘টিকিট প্রত্যাশীদের চাহিদা অনেক। এ জন্য আমরা ভিন্ন ভিন্ন সময়ে টিকিট ছাড়বো। প্রেস কনফারেন্স শেষেই আমরা কিছু পরিমাণ টিকিট ছাড়বো। ’
‘বাংলাদেশে অনলাইনে টিকিট বিক্রি হচ্ছে এটা দেশের জন্য গৌরবের। বাংলাদেশ যে উন্নত হচ্ছে এটা তারই একটা অংশ। ’-যোগ করেন মালিহা কাদির।
সংবাদ সম্মেলনে বিসিবির পক্ষ থেকে বাংলাদেশ ইংল্যান্ড সিরিজের মূল্য নির্ধারণ করা হয়েছে। গত সিরিজের তুলনায় দাম বেড়েছে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের।
আফগানিস্তান সিরিজে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য ১ হাজার থাকলেও ইংল্যান্ড সিরিজে তা ২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। অন্য সব গ্যালারির টিকিটি আগের মতোই রয়েছে।
বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজে টিকিটের মূল্য: গ্র্যান্ড স্ট্যান্ড- ২০০০, ভিআইপি স্ট্যান্ড-৫০০, শহীদ মুশতাক স্ট্যান্ড-৩০০, শহীদ জুয়েল স্ট্যান্ড-৩০০, নর্থ স্ট্যান্ড-১৫০, সাউথ স্ট্যান্ড-১৫০, ইস্টার্ন স্ট্যান্ড-১০০ টাকা।
অনলাইনেট টিকেট সংগ্রহ করতে হবে লোটোর (পোশাকের ব্র্যান্ড) শো রুম থেকে। নির্ধারিত মূল্যর সঙ্গে যোগ হবে ২৫ টাকা সার্ভিস চার্জ ও ১৫ শতাংশ মূল্য সংযোজন কর।
শুক্রবার (০৭ অক্টোবর) মিরপুরে অনুষ্ঠিত হবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। ম্যাচের দিন সকাল ১০টা থেকে সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের বুথে টিকিট বিক্রি করা হবে।
বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৬
এসকে/এসএইচ