ঢাকা, সোমবার, ১৪ আশ্বিন ১৪৩২, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

বিপিএলে শূন্য ফ্র্যাঞ্চাইজি আসন!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২৮, নভেম্বর ২৯, ২০১৬
বিপিএলে শূন্য ফ্র্যাঞ্চাইজি আসন! ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুরে এই মুহূর্তে চলছে বিপিএলের দুই দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও বরিশাল বুলসের মধ্যকার ম্যাচ। মাঠে প্লেয়াররা আছেন গ্যালারিতে আছেন দুই দলেরই সমর্থকেরাও। সেটা হয়তো প্রত্যাশিত সংখ্যক নয়। কিন্তু দুঃখজনক বিষয় হলো, মাঠের পাশে রাখা ফ্র্যাঞ্চাইজিদের জন্য নির্ধারিত আসনে নেই দু’দলের ফ্র্যাঞ্চাইজিদের কেউই।

মিরপুর থেকে: মিরপুরে এই মুহূর্তে চলছে বিপিএলের দুই দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও বরিশাল বুলসের মধ্যকার ম্যাচ। মাঠে প্লেয়াররা আছেন গ্যালারিতে আছেন দুই দলেরই সমর্থকেরাও।

সেটা হয়তো প্রত্যাশিত সংখ্যক নয়। কিন্তু দুঃখজনক বিষয় হলো, মাঠের পাশে রাখা ফ্র্যাঞ্চাইজিদের জন্য নির্ধারিত আসনে নেই দু’দলের ফ্র্যাঞ্চাইজিদের কেউই।
  
বিপিএলের মতো টুর্নামেন্ট চলাকালীন এই আসনগুলোকে সাধারণত দু’দলের ফ্র্যাঞ্চাইজিরাই অলংকৃত করে থাকেন। অথচ কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও বরিশাল বুলসের খেলোয়াড়দের কী দুর্ভাগ্য! তাদের খেলা দেখতে বা দলকে উৎসাহিত করতে ম্যাচের পুরো সময় একবারের জন্যও এলেন না তাদের ফ্র্যাঞ্চাইজিরা।
 
তাহলে কী আমরা ধরে নেব প্রত্যাশিত পারফরম্যান্স করতে না পারাই আসন পড়ে থাকার অন্যতম প্রধান কারণ?

বিপিএলের এবারের আসরে বরিশাল ম্যাচ খেলেছে ৯টি। যেখানে তাদের জয় মাত্র ২টিতে। আর এই দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে সাত দলের মধ্যে টেবিলের ছয় নম্বরে আছে মুশফিকুর রহিমের বরিশাল। বরিশালের চেয়ে এক ম্যাচ কম খেলে মাত্র ২ পয়েন্ট নিয়ে একেবারে তরানিতে অবস্থান করছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

কিন্তু, এটাতো পেশাদার সংগঠকের পরিচয় হতে পারে না। খেলায় হার জিত থাকবেই। তাই বলে দলের ওপর ক্ষু্দ্ধ হয়ে মাঠে আসা যাবে না, এটা কেমন কথা? তারা যদি সত্যিকারের ক্রীড়া সংগঠকই হয়ে থাকেন তাহলে শুধু জয়ের সময়ই কেন, দলের সংকট কালেওতো পাশে থাকার কথা। আর সেটা যদি একান্তই না পারেন তা হলে সংগঠক হয়ে কী লাভ বলুন!

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ২৯ নভেম্বর ২০১৬
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ