ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শ্রীলঙ্কার বর্ষসেরা ক্রিকেটার হেরাথ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৫ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৭
শ্রীলঙ্কার বর্ষসেরা ক্রিকেটার হেরাথ শ্রীলঙ্কার বর্ষসেরা ক্রিকেটার হেরাথ-ছবি:সংগৃহীত

জমকালো এক অনুষ্ঠানের মধ্যদিয়ে শ্রীলঙ্কার বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেলেন দেশটির অভিজ্ঞ স্পিনার রঙ্গনা হেরাথ। সেই সঙ্গে সেরা টেস্ট বোলারের পুরস্কারও তিনি হাতে নিয়েছেন। তবে চমক দেখিয়ে অলরাউন্ডার আসেলা গুনারত্নে বার্ষরিক এ অনুষ্ঠানের চারটি পুরস্কার ঘরে তুলেছেন।

২০১৬ সালের জুন থেকে ২০১৭ সালের জুন পর্যন্ত ক্রিকেটারদের পারফরম্যান্স বিবেচনা করে বর্ষসেরা পুরস্কার দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট। এ সময় ১১ টেস্টে ৭৩ উইকেট নিয়ে বর্ষসেরার খেতাব কেড়ে নেন হেরাথ।

গুনারত্নে ওয়ানডে বর্ষসেরা অলরাউন্ডার, টি-টোয়েন্টি বর্ষসেরা ব্যাটসম্যান, টি-২০ বর্ষসেরা অলরাউন্ডার ও মোস্ট প্রমিজিং ক্রিকেটার নির্বাচিত হন। বর্ষসেরা নারী ক্রিকেটার হন চামারি আতাপাতু।

নিচে সবকটি পুরস্কারের তালিকা দেওয়া হলো:

# সেরা ক্রিকেটার: রঙ্গনা হেরাথ
# সেরা নারী ক্রিকেটার: চামারি আতাপাতু
# সেরা টেস্ট ব্যাটসম্যান: ধনাঞ্জয়া ডি সিলভা
# সেরা টেস্ট বোলার: রঙ্গনা হেরাথ
# সেরা টেস্ট অলরাউন্ডার: দিলরুয়ান পেরেরা
# সেরা ওয়ানডে ব্যাটসম্যান: কুশাল মেন্ডিস
# সেরা ওয়ানডে বোলার: সুরাঙ্গা লাকমল
# সেরা ওয়ানডে অলরাউন্ডার: আসেলা গুনারত্নে
# সেরা টি-২০ ব্যাটসম্যান: আসেলা গুনারত্নে
# সেরা টি-২০ বোলার: লাসিথ মালিঙ্গা
# সেরা টি-২০ অলরাউন্ডার: আসেলা গুনারত্নে
# সেরা টি-২০ নারী ব্যাটসম্যান: চামারি আতাপাতু
# সেরা টি-২০ নারী বোলার: সুগান্ধিকা কুমারি 
# সেরা ওয়ানডে নারী ব্যাটসম্যান: চামারি আতাপাতু
# সেরা ওয়ানডে নারী বোলার: ইনোকা রানাওয়েরা
# উদীমান ক্রিকেটার: নিরোশান দিকভেলা
# সেরা ব্যাটসম্যান (ঘরোয়া): সাদিরা সামারাউইকরামা
# সেরা বোলার (ঘরোয়া) মালিন্দা পুষ্পাকুমারা
# মোস্ট প্রমিজিং ক্রিকেটার: আসেলা গুনারত্নে
# উদীয়মান ক্রিকেটার (ঘরোয়া) রন চান্দারাগুপ্তা
# মোস্ট প্রমিজিং ক্রিকেটার (ঘরোয়া) ওয়ানিন্দু হারাসাঙ্গা

বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, ০২ নভেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।