ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দলে ফিরেই উইকেট শিকারে রাজ্জাক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৮
দলে ফিরেই উইকেট শিকারে রাজ্জাক ছবি: শোয়েব মিথুন - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দীর্ঘ চার বছর পর টেস্টে প্রত্যাবর্তনের ম্যাচের শুরুতেই উইকেট উদযাপনে মাতলেন আব্দুর রাজ্জাক। মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ওপেনার দিমুথ করুণারত্নেকে ফিরিয়ে বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দিয়েছেন এই অভিজ্ঞ বাঁহাতি স্পিনার।

ষষ্ঠ ওভারের মাথায় লিটন দাসের স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়েন করুণারত্নে (৩)। দলীয় ১৪ রানে প্রথম উইকেট হারায় লঙ্কানরা।

চট্টগ্রাম টেস্ট ড্রয়ের পর মিরপুরে সিরিজ নির্ধারণী ম্যাচে টসে হেরে ফিল্ডিং করছে স্বাগতিক শিবির।

দীর্ঘ বিরতির পর প্রত্যাবর্তর্নের অপেক্ষার অবসান হলো রাজ্জাকের। প্রথম টেস্টের আগে হঠাৎ করে স্কোয়াডে ডাক পেলেও একাদশে সুযোগ মেলেনি। র‌্যাংকিংয়ে আটে ওঠার ম্যাচে এই অভিজ্ঞ বাঁহাতি স্পিনারের ওপর আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট।

সবশেষ ২০১৪ সালের ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষেই জাতীয় দলের সাদা পোশাকে মাঠে নেমেছিলেন। ইনজুরির কারণে অনুপস্থিত অধিনায়ক সাকিব আল হাসানের বোলিংয়ের অভাব পূরণের চ্যালেঞ্জ ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে দেশের প্রথম বোলার হিসেবে ৫০০ উইকেটের মালিক রাজ্জাকের।

রাজ্জাকের সঙ্গে এক ম্যাচের বিরতিতে একাদশে ফিরেছেন সাব্বির রহমান। লঙ্কান টিমে টেস্ট অভিষিক্ত হয়েছেন অলরাউন্ডার আকিলা ধনাঞ্জয়া।

এই ম্যাচ জিতলে বা ড্র করলেও ওয়েস্ট ইন্ডিজকে টপকে নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো টেস্ট র‌্যাংকিংয়ের অাট নম্বরে নাম লেখাবে টাইগাররা।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আব্দুর রাজ্জাক, মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস, ধনাঞ্জয়া ডি সিলভা, দিনেশ চান্দিমাল (অধিনায়ক), রোশেন সিলভা, নিরোশান ডিকভেলা (উইকেটরক্ষক), দানুশকা গুনাথিলাকা, দিলরুয়ান পেরেরা, আকিলা ধনাঞ্জয়া, রঙ্গনা হেরাথ, সুরাঙ্গা লাকমাল।

বাংলাদেশ সময়: ০৯৫৬ ঘণ্টা, ৮ ফেব্রুয়ারি, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।