ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আইসিসির অনুরোধ রাখলো না ভারতীয় বোর্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৮
আইসিসির অনুরোধ রাখলো না ভারতীয় বোর্ড ...

ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) আইসিসি অনুরোধ জানিয়েছিল কলকাতায় আইপিএলের একটি ম্যাচের সময় পরিবর্তনের জন্য। কিন্তু তা মেনে নিল না বিসিসিআই। ২২ থেকে ২৬ এপ্রিল কলকাতায় বসতে চলেছে আইসিসির বার্ষিক সাধারণ সভা। 

দীর্ঘদিন পর কলকাতায় আইসিসির এত বড় আসর বসতে চলেছে। সেই সময় চলবে আইপিএলও।

আর সে কারণেই আইসিসি চেয়েছিল যাতে সংস্থার সদস্যরা মাঠে গিয়ে ম্যাচ দেখতে পারে। সে কারণেই এই অনুরোধ করা হয়েছিল।

কিন্তু আইপিএল এর সূচি অনুযায়ী ওই সময় কলকাতার কোনো হোম ম্যাচ নেই। কলকাতা ১৬ এপ্রিল হোম ম্যাচ খেলার পর আবার খেলবে ৩ মে। ২২ থেকে ২৬ এপ্রিলের মধ্যে হায়দ্রাবাদ, মুম্বাই, ইনদোর, ব্যাঙ্গালুরু ও জয়পুরে খেলা চলবে। বিসিসিআই এর এক কর্তা জানিয়েছেন, আইসিসি এমন একটা অনুরোধ করেছিল। তারা চেয়েছিল সব সদস্যরা যাতে আইপিএল এর একটি ম্যাচ দেখতে পারে। কিন্তু ওই সময় কোনও হোম ম্যাচ নেই কেকেআর এর ইডেন।

পাশাপাশি এও জানিয়েছেন, আইপিএল এর একটা ম্যাচের সময় এদিক  ও দিক করতে গেলেই পুরো সূচির ওপর প্রভাব পড়বে। যে কারণে এই পরিবর্তন সম্ভব হল না।  

এর মধ্যে এমন খবরও শোনা যাচ্ছে পিসিবির চেয়ারম্যান নাজাম শেঠীর ভারতে এই মিটিংয়ে আসা নিয়ে। ভারত-পাকিস্তান সম্পর্কের ভিত্তিতেই ভিসা পাওয়া নিয়ে সমস্যা ছিল। তবে তিনি যদি ভিসা না পান তা হলে প্রশ্ন উঠে যাবে সেপ্টেম্বরে এশিয়া কাপে পাকিস্তান দলের আসা নিয়ে।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, ২৬ ফেব্রুয়ারি, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।