ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

প্রোটিয়াদের লড়াই, নিয়ন্ত্রণ অজিদের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪২ ঘণ্টা, মার্চ ৩, ২০১৮
প্রোটিয়াদের লড়াই, নিয়ন্ত্রণ অজিদের ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার মাটিতে চার ম্যাচ সিরিজের প্রথম টেস্টে চালকের আসনে অস্ট্রেলিয়া। তৃতীয় দিন শেষে লিড দাঁড়িয়েছে ৪০২। স্কোর ৯ উইকেটে ২১৩। প্রথম ইনিংসে ৩৫১ রানের জবাবে প্রোটিয়াদের ১৬২ রানে গুটিয়ে যাওয়াই ম্যাচের পার্থক্য গড়ে দেয়।

আগেরদিন মিচেল স্টার্ক-নাথান লায়নের বোলিং তোপে ধস নামে দ. আফ্রিকার ব্যাটিং লাইনআপে। ৭১ রানে অপরাজিত থেকে যান এবি ভিলিয়ার্স।

ওপেনার আইদেন মার্করাম ৩২, অধিনায়ক ফাফ ডু প্লেসি ১৫, কুইন্টন ডি কক ২০ রান করে আউট হন।

একাই পাঁচটি উইকেট শিকার করেন স্টার্ক। স্পিনার লায়ন নেন তিনটি। একটি করে জশ হ্যাজলউড ও প্যাট কামিন্স।

নিজেদের দ্বিতীয় ইনিংস দিয়ে তৃতীয় দিন শুরু করে অজিরা। বোলিং নৈপুণ্যে লড়াইয়ে ফেরে স্বাগতিক শিবির। কিন্তু প্রথম ইনিংসে ১৮৯ রানের ঘাটতি অনেক পিছিয়ে দিয়েছে তাদের।

ক্যামেরন ব্যানক্রফট ৫৩, ডেভিড ওয়ার্নার ২৮, অধিনায়ক স্টিভেন স্মিথ ৩৮, শন মার্শ ৩৩ রানে সাজঘরের পথ ধরেন। প্রথম ইনিংসে ৯৬ রানের চমৎকার ইনিংসে দলকে তিনশ’ পার করানো মিচেল মার্শ ৬ রানে বিদায় নেন।

তিনটি করে উইকেট লাভ করেন মরনে মরকেল ও স্পিনার কেশব মহারাজ। কাগিসো রাবাদা দু’টি ও একটি নেন ডিন এলগার।

বাংলাদেশ সময়: ০৫৪২ ঘণ্টা, ৪ মার্চ, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।