ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দাপুটে ইনিংস ছেলেকে উৎসর্গ করলেন মুশফিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮
দাপুটে ইনিংস ছেলেকে উৎসর্গ করলেন মুশফিক মুশফিকুর রহিমের কোলে তার ছেলে শাহরুজ রহিম মাইয়ান

ঢাকা: লাগাতার হারে বাংলাদেশে ক্রিকেট টিমের আত্মবিশ্বাস প্রায় তলানিতে এসে ঠেকে ছিলো। এ জায়গা থেকে উত্তর্ণের জন্য একটি জয় দরকার ছিলে বাংলাদেশের। অবশেষে জয়ের দেখা পেল টাইগাররা তাও আবার ইতিহাস করে।

মুশফিকুর রহিমের দাপুটে এক ইনিংস থেকেই ঐতিহাসিক এ জয়ে এসেছে। আর এই দাপুটে ইনিংস ও ঐতিহাসিক জয় নিজের ৩৫ দিনের পুত্র সন্তান শাহরুজ রহিম মাইয়ানকে উৎসর্গ করছেন তিনি।

ম্যাচশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রথমে দলের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশের করেন উইকেটরক্ষক এই ব্যাটসম্যান। এরপরে তুলে ধরেন নিজের ছেলের কথা।  

নিজ পরিবারের নতুন অতিথিকে তার ইনিংসটি উৎসর্গ করে মুশফিক বলেন, ‘আমি ইনিংসটা আমার ছেলেকে উৎসর্গ করছি। ’

মুশফিকসহ দলের বাকি ব্যাটসম্যানদের ভালো পারফরম্যান্সে প্রেমাদাসায় অবিশ্বাস্যভাবে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ২১৫ রানের রেকর্ড তাড়া বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসেরই প্রথম। মুশফিক করেন ৩৫ বলে ৭২ রান, যার মধ্যে ছিল ৪টি বাউন্ডারি আর ৫টি ছক্কার মার।

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, মার্চ ১১, ২০২৮
এমএসি/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।