ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মিরপুরের পিচ নিয়ে আইসিসির সিদ্ধান্ত বহাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫২ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৮
মিরপুরের পিচ নিয়ে আইসিসির সিদ্ধান্ত বহাল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

বাজে পিচের অভিযোগে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামকে দেওয়া ১টি ডিমেরিট পয়েন্টের বিরুদ্ধে বিসিবি’র করা আপিল আমলে নেয়নি আইসিসি। শাস্তিমূলক সিদ্ধান্তটিই বহাল রেখেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

আইসিসির ক্রিকেট জেনারেল ম্যানেজার জিওফ অ্যালারডাইস ও ক্রিকেট কমিটি চেয়ারম্যান অনিল কুম্বলে আপিল শুনানি শেষ করে বলেন, গত মাসের বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টের পর ম্যাচ রেফারি ডেভিড বুনের পিচ রেটিং সঠিকই ছিল।

গড়পড়তা মানের নিচের পিচের কারণে ডিমেরিট পয়েন্টটি শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে।

মিরপুরের ডিমেরিট পয়েন্ট সংখ্যা এখন ৩। গত বছরের আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাজে আউটফিল্ডের কারণে শের-ই-বাংলার ওপর ২টি ডিমেরিট পয়েন্ট আরোপ করেছিল আইসিসি।

পাঁচ বছর সময়কালে কোনো আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৫টি ডিমেরিট আরোপিত হলে এক বছরের নিষেধাজ্ঞার সম্মুখীন হতে হবে। সাত মাসের মধ্যেই মিরপুর স্টেডিয়ামের নামের পাশে তিনটি ডিমেরিট পয়েন্ট। আর ২টি যোগ হলেই কঠিন শাস্তি ভোগ করতে হবে হোম অব ক্রিকেটকে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাশাপাশি সমর্থকদের জন্যও বিষয়টি খুবই উদ্বেগের। পিচে যেন আদর্শ মান বজায় থাকে সেটিই নিশ্চিত করতে হবে পিচ কিউরেটরকে। আন্তর্জাতিক ম্যাচ সামনে রেখে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার কোনো বিকল্প নেই। মিরপুর স্টেডিয়াম নিষেধাজ্ঞার কবলে পড়বে। ভাবা যায়!

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, ১৬ মার্চ, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।