ঢাকা, সোমবার, ১৪ আশ্বিন ১৪৩২, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

উইকেটের মাঝে দু’দলের ক্রিকেটারের হাতাহাতি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩০, অক্টোবর ৩, ২০১৮
উইকেটের মাঝে দু’দলের ক্রিকেটারের হাতাহাতি ক্রিকেট মাঠে হাতাহাতি। ছবি: সংগৃহীত

ক্রিকেটকে বলা হয় ভদ্র লোকের খেলা। তবু মাঝে মধ্যেই ঘটে যায় কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা। কিন্তু ইংল্যান্ড ক্রিকেটের এক ঘটনা যেন সব কিছুকে ছাড়িয়ে গেল।

ইংল্যান্ডের নর্থ ওয়েলস ক্রিকেট লিগে সেইন্ট অ্যাসফ ও নর্থপের মুখোমুখি হওয়া ম্যাচে ঘটে লজ্জাজনক এক ঘটনা। সেইন্ট অ্যাসফের ওপেনার ম্যাট রায়ান ব্যক্তিগত ৩৬ রানে নর্থপের বোলার জেমস ব্রিচের বলে আউট হন।

কিন্তু আম্পায়ার আউট দেওয়ার পরও মাঠ ছাড়তে অস্বীকৃতি জানান রায়ান। তার দাবি, বল তার ব্যাটে লাগেনি। এ নিয়ে এক পর্যায়ে এক ফিল্ডারের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় রায়ানের। তা এক পর্যায়ে হাতাহাতিতে পৌঁছায়।

ওই ফিল্ডারের সঙ্গে মারপিটের এক পর্যায়ে উইকেটে পড়ে গিয়ে মাথায় বেশ ব্যথা পান রায়ান। বেশ কিছুক্ষণ সময় কেটে গেলেও তাদের মারামারি না থামায় শেষ পর্যন্ত দুই দলের ক্রিকেটাররা এসে তাদের থামান।

মাঠেই দুই ক্রিকেটারের মারামারিতে জড়িয়ে পড়ার এমন ঘটনায় বিস্মিত হয়ে যান গ্যালারিতে থাকা দর্শকরা। ঘটনার পর নর্থপ দলের ম্যানেজার ডেল হার্ল এবং সেন্ট অ্যাসফের অধিনায়ক উইলিয়াম রায়ান কোনো কথা বলেননি কারো সঙ্গে।

তবে আসল ঘটনা উদঘাটনে লিগ কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। ইতোমধ্যে প্যানেল আম্পায়ারদের কাছ থেকে তদন্ত কমিটির নির্বাচিত সদস্যরা রিপোর্ট পেয়েছেন। জিজ্ঞাসাবাদ করা হবে ম্যাচ রেফারি ও মাঠে উপস্থিত খেলোয়াড়দের।  

এমনকি মাঠের কাছাকাছি বসে থাকা দর্শকদের কাছ থেকেও তথ্য নেওয়া হবে। তদন্ত শেষে প্রমাণিত অপরাধী গুরুতর শাস্তি পাবে বলে জানিয়েছে লিগ কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৮
এমকেএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ