ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

প্রথম ক্রিকেটার হিসেবে সাকিবের ১’শ উইকেট ও ১ হাজার রান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, আগস্ট ৯, ২০২১
প্রথম ক্রিকেটার হিসেবে সাকিবের ১’শ উইকেট ও ১ হাজার রান ছবি: শোয়েব মিথুন

মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যাস্টন টার্নারকে সাঝঘরে ফিরিয়ে ১০০তম উইকেটের মাইলফলক অর্জন করেন বিশ্বের এক নম্বর অলরাউন্ডার সাকিব আল হাসান।

এ অর্জনে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ১ হাজার রান ও ১’শ উইকেটের মাইলফলক অর্জন করলেন বাংলাদেশি এ অলরাউন্ডার।

টার্নারের উইকেটটি ছিল সাকিবের এ ম্যাচে দ্বিতীয় উইকেট। এর আগেই তিনি ফেরান অজি অধিনায়ক ম্যাথিউ ওয়েডকে। পরে অবশ্য আরও ২টি উইকেট লাভ করেন তিনি।

এনিয়ে ৮৪টি টি-টোয়েন্টি খেলে ১০২ উইকেট পেলেন সাকিব।

এদিকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সাকিব বর্তমানে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি। সমান ৮৪ ম্যাচে ১০৭ উইকেট নিয়ে শীর্ষে রয়েছেন সাবেক শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।