ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

র‌্যাংকিংয়ের তিন ধাপ এগিয়ে দুইয়ে রুট

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২১
র‌্যাংকিংয়ের তিন ধাপ এগিয়ে দুইয়ে রুট

দুর্দান্ত পারফরম্যান্সের দরুণ আইসিসির টেস্ট র‌্যাংকিংয়ের দুইয়ে জায়গা করে নিয়েছেন ইংলিশ ব্যাটসম্যান জো রুট। ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে অপরাজিত ১৮০ রানের অসাধারণ ইনিংসে অস্ট্রেলিয়ান সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথের জায়গা দখল করে নিলেন ইংলিশ এ অধিনায়ক।

লর্ডসে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড ১৫১ রানে হারলেও ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন রুট। শতকের পাশাপাশি প্রথম ইনিংসে দলের জন্য উল্লেখযোগ্য স্কোর আসে ইংলিশ এ অধিনায়কের ব্যাট থেকে। যার বদৌলতে আইসিসির টেস্ট ব্যাটিং র‌্যাংকিংয়ে পাঁচ নম্বরে থাকা রুট তিন ধাপ এগিয়ে উঠে আসেন দুই নম্বরে।

র‌্যাংকিংয়ের শীর্ষে অবস্থান করছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। ইংলিশ অধিনায়কের উন্নতিতে একধাপ করে পিছিয়ে যথাক্রমে তিনে, চারে ও পাঁচে অবস্থান করছেন স্মিথ, মার্নাশ লাবুশানে ও বিরাট কোহলি।

এদিকে টেস্ট বোলিং র‌্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে জেমস অ্যান্ডারসন উঠে এসেছেন ষষ্ঠস্থানে। ফলে একধাপ পিছিয়েছেন কাগিসো রাবাদা। মার্ক উড ৫ ধাপ উন্নতিতে এখন অবস্থান করছেন ৩৭তম স্থানে। ১৮ ধাপ লাফ দিয়ে মোহাম্মদ সিরাজ উঠে এসেছেন ৩৮তম স্থানে। আইসিসি বোলিং র‌্যাংকিংয়ে শীর্ষে অবস্থান করছেন অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।