ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চাকরির বাজারে টিকে থাকতে প্রোগ্রামিংয়ে দক্ষতা প্রয়োজন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৩
চাকরির বাজারে টিকে থাকতে প্রোগ্রামিংয়ে দক্ষতা প্রয়োজন

চট্টগ্রাম: চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউতে) ক্যারিয়ার টক অনুষ্ঠানে প্রোগ্রামিংয়ে দক্ষতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার পরামর্শ দিয়েছেন দেশের ইউটিউব জগতের পরিচিত মুখ এবং ‘প্রোগ্রামিং হিরো’প্রতিষ্ঠানের সিইও ঝংকার  মাহবুব।  

সম্প্রতি সিআইইউর স্কুল অব সায়েন্স ইঞ্জিনিয়ারিং (এসএসই) অনুষদ ক্যাম্পাসের অডিটোরিয়ামে শিক্ষার্থীদের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করে।

 

তিনি বলেন, মৌলিক দক্ষতা অর্জনের জন্য অ্যাকাডেমিক শিক্ষা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি প্রতিযোগিতামূলক চাকরির বাজারে নিজেকে টিকিয়ে রাখতে প্রোগ্রামিংয়ে জ্ঞান বৃদ্ধি করার কোনো বিকল্প নেই। এই সেক্টরে তরুণদের মেধা কাজে লাগিয়ে দেশকে বদলে দেওয়ার সম্ভাবনা রয়েছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল করিম। উপস্থিত ছিলেন সিআইইউ বিজনেস স্কুলের সহযোগী অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন চৌধুরী খালেদ, ইঞ্জিনিয়ারিং অনুষদের সহকারি অধ্যাপক ড. রুবেল সেন গুপ্ত, প্রভাষক হাবিবুর রহমান প্রমুখ।  

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা প্রোগ্রামিং নিয়ে তাদের ভাবনার কথা জানান। পরে ঝংকার মাহবুব শিক্ষার্থীদের প্রশ্নের জবাব দেন।  

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৩
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।