ঢাকা, সোমবার, ২৬ শ্রাবণ ১৪৩২, ১১ আগস্ট ২০২৫, ১৬ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

মোহরায় সড়ক সংস্কার ও আলোকায়নের আশ্বাস চসিক মেয়রের 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৪, আগস্ট ১০, ২০২৫
মোহরায় সড়ক সংস্কার ও আলোকায়নের আশ্বাস চসিক মেয়রের  ...

চট্টগ্রাম: জোয়ার, ভারী বৃষ্টি ও কাপ্তাই হ্রদের পানি ছাড়ার কারণে সৃষ্ট জলাবদ্ধতায় নষ্ট হওয়া মোহরার সড়ক দ্রুত সংস্কার ও আলোকায়ন করবে চসিক।

শনিবার (৯ আগস্ট) বিকেলে ৫ নম্বর মোহরা ওয়ার্ডের এ এল খান সড়ক, ওয়াসা রোড, দেওয়ান মহসিন রোড, হাবিবুল্লাহ চৌধুরী সড়ক, উত্তর মোহরা সড়কসহ জলাবদ্ধ এলাকা পরিদর্শনকালে মেয়র ডা. শাহাদাত হোসেন এ আশ্বাস দেন।

মেয়র এলাকাবাসীকে আশ্বস্ত করেন, অতি দ্রুত সংস্কার কাজ সম্পন্ন করা হবে এবং মোহরা ৫ নম্বর ওয়ার্ডে অতি দ্রুত আলোকায়নের কার্যক্রম শুরু হবে।  

এ সময় উপস্থিত ছিলেন চান্দগাঁও থানা বিএনপির সাবেক সভাপতি মো. আজম, সাবেক কাউন্সিলর মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি মো. নাজিম উদ্দিন, মহানগর বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ ইয়াসিন, মোহরা ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম ফিরোজ খান, থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মানিক চৌধুরী প্রমুখ।

স্থানীয় লোকজন মেয়রকে জানান, এ বছর জোয়ারের পানিতে মোহরায় জলাবদ্ধতার দুর্ভোগ বেড়েছে। এতে নারী, শিশুসহ স্কুলগামী শিক্ষার্থীদের কষ্ট হচ্ছে বেশি।  

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।