চট্টগ্রাম: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুস বলেছেন, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় জনমত গঠন করে জামায়াত প্রার্থীকে বিজয়ী করতে ভূমিকা রাখতে হবে।
শনিবার (৯ আগস্ট) সন্ধ্যায় নগরের ফিরিঙ্গি বাজার মেঘনা কমিউনিটি সেন্টারে কোতোয়ালীর আলকরণ ও ফিরিঙ্গি বাজার জামায়াতের নির্বাচন পরিচালকদের নিয়ে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আগামী নির্বাচনে ভালো ফলাফল অর্জনে তৃণমূল সংগঠনকে মজবুত করতে হবে। এলাকার প্রত্যেক বাড়ি-ঘরে সংগঠনের দাওয়াত, জামায়াতের প্রার্থী ও দাঁড়িপাল্লা প্রতীকের আহ্বান পৌঁছে দিতে হবে।
কোতোয়ালী থানা নায়েবে আমির আহমেদ রশীদ আমুর সভাপতিত্বে এবং চট্টগ্রাম মহানগরীর মজলিসে শূরা সদস্য ও কোতোয়ালী থানা সেক্রেটারি, চট্টগ্রাম-৯ সংসদীয় আসন কমিটির সদস্য মোস্তাক আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম-৯ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডা. এ কে এম ফজলুল হক।
তিনি বলেন, দেশে সুশাসন, গণমানুষের অধিকার এবং গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য জামায়াত ৭ দফা প্রস্তাব পেশ করেছে। এসব দফা বাস্তবায়িত হলে দেশকে ক্ষুধা, দারিদ্র ও বৈষম্যমুক্ত করে নতুন বাংলাদেশ গড়া সম্ভব হবে। তাই ৭ দফা বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারকে জরুরি ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য করার জন্য পিআর পদ্ধতি বাস্তবায়নের কোন বিকল্প নেই। কারণ, এ পদ্ধতির মাধ্যমেই জনপ্রতিনিধিত্বশীল ও কার্যকর সংসদ প্রতিষ্ঠা করা সম্ভব। নির্বাচনে অবৈধ অর্থের ব্যবহার, সহিংসতা ও অপরাধও প্রায় শূন্যের কোটায় নামিয়ে আনা সম্ভব হবে।
তিনি পিআর পদ্ধতিতে নির্বাচনসহ জামায়াতের ৭ দফা বাস্তবায়নে জনমত সৃষ্টিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমিটির সদস্য সচিব তৌহিদুল ইসলাম আজাদ, কোতোয়ালী থানার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আ. ন. ম জোবায়ের, শূরা ও কর্মপরিষদ সদস্য এবং আলকরণ ওয়ার্ড আমির মাওলানা আজগর হাসান, ফিরিঙ্গি বাজার ওয়ার্ড আমির মুহাম্মদ কামাল উদ্দিন, আলকরণ ওয়ার্ড সেক্রেটারি মাওলানা মুহাম্মদ মাঈনুদ্দিন, ফিরিঙ্গি বাজার ওয়ার্ড সেক্রেটারি মোহাম্মদ হানিফ, সমাজসেবক ওয়াসী উদ্দিন আনসারী, জাহেদ ওসমান রনি প্রমুখ।
বিই/টিসি