ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

জেলা পরিষদের শাব্বির ইকবালকে রাবার বোর্ডে বদলি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৪
জেলা পরিষদের শাব্বির ইকবালকে রাবার বোর্ডে বদলি সুজন চৌধুরী ও শাব্বির ইকবাল

চট্টগ্রাম: জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাব্বির ইকবালকে বদলি করা হয়েছে। তাঁকে পদায়ন করা হয় বাংলাদেশ রাবার বোর্ডের চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক পদে।

তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন বাংলাদেশ রেলওয়ের প্রধান ভূসম্পত্তি কর্মকর্তা সুজন চৌধুরী।  

সোমবার (২৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলির সই করা পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদের বদলির আদেশ দেওয়া হয়।

 

২০২০ সালের ৬ আগস্ট চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দেন শাব্বির ইকবাল। এর আগে চট্টগ্রাম জেলা পরিষদে প্রায় ৪ বছর সচিব পদে ছিলেন তিনি।

রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান ভূ-সম্পত্তি কর্মকর্তা হিসেবে সুজন চৌধুরী ২০২১ সালের ২২ আগস্ট যোগ দেন। তিনি ৩ বছর ২ মাস দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৪
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।