ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

‘স্টারশিপের’ সফল পরীক্ষা শেষ করল ইলন মাস্কের স্পেসএক্স

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৩
‘স্টারশিপের’ সফল পরীক্ষা শেষ করল ইলন মাস্কের স্পেসএক্স

ইলন মাস্কের স্পেসএক্স কোম্পানি তার বিশাল নতুন রকেট স্টারশিপের পরীক্ষা চালিয়েছে।

প্রকৌশলীরা এই পরীক্ষাটিকে ‘স্ট্যাটিক ফায়ার’ বলে উল্লেখ করেছেন।

যেখানে রকেটটির নিচের অংশে থাকা ৩৩টি ইঞ্জিনের মধ্যে ৩১টি চালু করা হয়।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) টেক্সাস/ম্যাক্সিকো বর্ডারে থাকা স্পেসএক্সের স্টারশিপ লঞ্চ প্যাড বোকাচিকায় এই পরীক্ষা চালানো হয়।

পরীক্ষাটি অল্প কয়েক সেকেন্ড স্থায়ী হয়। এসময় রকেটটি স্থির ছিল।

পরীক্ষার ফলাফল সন্তুষ্টজনক হওয়ায় আগামী মাসেই অরবিটালে যাওয়ার টেস্ট ফ্লাইটে অংশ নেবে স্টারশিপ। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

যখন এটি প্রথম যাত্রা করবে তখন স্টারশিপ হবে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী অপারেশনাল রকেট সিস্টেম।

টুইটারে ইলন মাস্ক বলেছেন, পরীক্ষা শুরুর ঠিক আগ মুহূর্তে একটি ইঞ্জিন বন্ধ হয়ে যায়। পরে আরেকটি ইঞ্জিনও নিজে থেকে বন্ধ হয়ে গিয়েছিল। সুতরাং ৩১টি ইঞ্জিন সামগ্রিকভাবে শ্যুট (থ্রাস্ট উৎপন্ন) করেছে। এই শক্তি অরবিটালে পৌঁছানোর জন্য যথেষ্ট।

এই মহাকাশ যানটি নিয়ে উচ্চ আশা ইলনের। উদ্যোক্তা এটিকে উপগ্রহ ও মানুষকে পৃথিবীর কক্ষপথে পাঠাতে ব্যবহার করতে চায়।

তিনি ফেব্রুয়ারির শেষের দিকে বা মার্চে পুরো স্টারশিপ রকেট অরবিটালে পাঠানো প্রচেষ্টার কথা বলেছেন।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।