ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফেসবুকে স্টিফেন হকিং

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৪
ফেসবুকে স্টিফেন হকিং

ঢাকা: ‘স্মার্ট’ ফেসবুক সম্ভবত এবার পূর্ণতা লাভ করলো। কারণ এবার যে সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে নাম লেখালেন বিখ্যাত তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী ও গণিতজ্ঞ স্টিফেন হকিং।



৭ অক্টোবর ফেসবুক পেজ খোলার পর শুক্রবার প্রথমবারের মতো একটি স্ট্যাটাস দেন হকিং।

স্ট্যাটাসে তিনি লেখেন, এ মহাবিশ্ব কীভাবে টিকে আছে তা ভেবে আমি সবসময়ই বিস্মিত হই। সময় ও মহাকাশ যেন চিরকালের রহস্য। কিন্তু তারপরও কৌতুহল দমে দেওয়ার পক্ষপাতী নই আমি।

হকিং আরও লেখেন, আমাদের একজনের সঙ্গে অপরজনের যোগাযোগ অনেক বেশি বেড়ে গেছে এবং সে সুযোগ আমিও পেয়েছি। আপনাদের সঙ্গে এই পথচলায় আমি উচ্ছ্বাসবোধ করছি। কৌতুহলী হোন, আর আমিতো জানি, আমি সবসময় কৌতুহলী ছিলাম এবং থাকবো।

ইতোমধ্যে হকিংয়ের ফেসবুক পেজের লাইক ১১ লাখ ছাড়িয়ে গেছে।

মহাবিশ্ব সৃষ্টির রহস্য খুঁজতে আবিষ্কৃত ‘বিগ ব্যাং’ তত্ত্বের ব্যাখ্যা দেওয়ার জন্য বিশ্বব্যাপী প্রসিদ্ধি লাভ করেন হকিং। তিনি মস্তিষ্কের নিউরন সংক্রান্ত অত্যন্ত জটিল রোগ অ্যামিওট্রোফিক ল্যাটারাল স্কেলেরোসিস (এএলএস) আক্রান্ত।

আগামী ৭ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তি পেতে যাচ্ছে তার প্রথম স্ত্রী জেনকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘দ্য থিওরি অব এভরিথিং’।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।