ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গাড়িবোমা হামলায় ইরাকে নিহত ৩৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৩ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৪
গাড়িবোমা হামলায় ইরাকে নিহত ৩৪

ঢাকা: ইরাকে দুটি গাড়িবোমা হামলায় অন্তত ৩৪ জন নিহত হয়েছেন।

সোমবার ইরাকের রাজধানী বাগদাদ ও হামভিতে এ হামলার ঘটনা ঘটেছে।



বিবিসি জানায়, প্রথম গাড়িবোমাটি বাগদাদ থেকে ৫০ কিলোমিটার দূরে জার্ফ আল-সখরের কাছে হামভি চেক পয়েন্টে চালানো হয়। এটি ছিল আত্মঘাতী হামলা। দক্ষিণ বাগদাদের এই চেকপয়েন্টে আত্মঘাতী হামলাকারী গাড়িতে রাখা বোমার ফিস্ফোরণ ঘটান। এতে ২৪ জন নিহত হন।

এরপর দ্বিতীয় গাড়িবোমা হামলাটি করা হয় রাজধানী বাগদাদের ভেতরে। এতে আরো ১০ জন নিহত হন।

বিগত কয়েক মাসে বোমা হামলা কয়েকশ মানুষ প্রাণ হারিয়েছেন।

বিবিসি জানায়, প্রথম গাড়িবোমা হামলাটি চালানো হয়, জার্ফ আল-সখর শহরের কাছে। এটি দক্ষিণ বাগদাদ থেকে ৫০ কিলোমিটার দূরে।

এই হামলা চালানো হয় চেকপয়েন্টে দায়িত্ব পালনরত ইরাকি সেনা ও আধাসামরিক বাহিনীর সদস্য শিয়া সম্প্রদায়কে লক্ষ করে।

এ হামলার জন্য ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি বাহিনীকে দায়ী করা হয়েছে। গত সপ্তাহে সরকারি বাহিনীর কাছে হামভি  এলাকার দখল হারায় আইএস জঙ্গিরা।

বাংলাদেশ সময়: ০১২৩ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।