ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফিলিস্তিনে মসজিদে আগুন দিয়েছে ইসরায়েলিরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৪
ফিলিস্তিনে মসজিদে আগুন দিয়েছে ইসরায়েলিরা ছবি: সংগৃহীত

ঢাকা: ইসরায়েলি বসতিস্থাপনকারীরা পশ্চিমতীরের একটি মসজিদে আগুন দিয়েছে। বুধবার (১২ নভেম্বর) ভোর হওয়ার কিছু আগে জেরুজালেমের কাছাকাছি ইহুদি বসতি সিলোর কাছাকাছি একটি ফিলিস্তিনি ওই গ্রামে এ ঘটনা ঘটায় ইহুদি বসতিস্থাপনকারীরা।



মূলত আতঙ্ক ছড়ানোর জন্যই রামাল্লাহ শহরের কাছাকাছি ‍আল-মুগাইর গ্রামের ওই মসজিদটির নিচতলায় আগুন দেয়া হয় বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

এ আক্রমণ ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতকে আরও জটিল করে তুলবে বলে মনে করা হচ্ছে।

তবে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলমান সংঘাতের জন্য ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং নেতানিয়াহু একে অপরকে দোষারোপ করেছেন।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।