ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

গুলশান ক্লাবের নবনির্বাচিত সভাপতিকে বিশিষ্টজনদের ফুলেল শুভেচ্ছা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৪
গুলশান ক্লাবের নবনির্বাচিত সভাপতিকে বিশিষ্টজনদের ফুলেল শুভেচ্ছা

ঢাকা: রাজধানীর ঐতিহ্যবাহী গুলশান ক্লাবের নবনির্বাচিত সভাপতি আনোয়ার রশিদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্টজনরা।  

সম্প্রতি ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, অতিরিক্ত ডিআইজি মাসুদ আহমেদ শিহাব, ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি) সঞ্জিত কুমার রায় ও প্রিমিয়ার ব্যাংকের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট কামরুল হুদা চৌধুরী জামান শুভেচ্ছা জানান।

রাজধানীর গুলশান ক্লাবে ২০২৩-২৪ সালের ৪৫তম বার্ষিক সাধারণ সভা এবং পরিচালনা পর্ষদের সভাপতি ও সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয় সম্প্রতি। নির্বাচনে ৫০৭ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন আনোয়ার রশীদ।

ক্লাবের সেক্রেটারি লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. ফেরদৌস খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নির্বাচনে ক্লাবের ১ হাজার ৯৬ সদস্য ভোট দেন। সাফিউস সামি আলমগীর সর্বোচ্চসংখ্যক ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো পরিচালনা পর্ষদের সদস্য নির্বাচিত হয়েছেন।

অন্যান্য নবনির্বাচিত পরিচালকরা হলেন মাহবুবুল হক সুফিয়ানী, মো. মেহেদী হাসান, মেহজাবীন ভূঁইয়া, নাফিসা তারান্নুম, নভেরা আয়েশা জামান, সাবেরা আহমেদ (কলি), শহীদ আহমেদ সুলতান, সুমাইয়া বিনতে আজিজ ও জাহিদ হোসেন।

ক্লাবের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান আনিস এ খান ফলাফল ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৪
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।