ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খতিয়ান জালিয়াতির মামলায় পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি জেলে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০১ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৪
খতিয়ান জালিয়াতির মামলায় পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি জেলে

হবিগঞ্জ: এসএ খতিয়ান জালিয়াতির মামলায় হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি মিজানুর রহমান চকদারসহ দুজনকে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (১৭ এপ্রিল) জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইফুল আলম চৌধুরী তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

মিজানুর চকদার ছাড়াও অপর আসামির নাম আব্দুল হক। তাদের দুজনের বিরুদ্ধে এসএ খতিয়ান জালিয়াতির অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে।

হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (কগ-৬) আদালতের পেশকার ইমদাদ আহমেদ জানান, জমির জাল কাগজপত্র তৈরির অভিযোগে ২০২৩ সালে তাদের বিরুদ্ধে এক নারী মামলা দায়ের করেছিলেন। এতে দশ আসামির মধ্যে দুজন জামিনে রয়েছেন। বুধবার দুজনকে কারাগারে পাঠানো হয়; বাকী ৬ আসামি এখনও পলাতক।

জানা গেছে, হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাসিন্দা রেহানা বেগম নামে ওই নারী মামলাটি দায়ের করেছিলেন। আসামিরা ৯২ শতাংশ জমির জাল এসএ খতিয়ান তৈরি করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়।

পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) হবিগঞ্জের পরিদর্শক শরিফ মো. রেজাউল করিম অভিযোগের সত্যতা পেয়েছেন বলে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

তৈরি করা জাল কাগজপত্র মিজানুর রহমান চকদার আদালতে দাখিল করেছেন বলেও এতে উল্লেখ করা হয়।

বাংলাদেশ সময়: ২৩০১ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৪
এমজে

 

 
 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।