ঢাকা, রবিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিয়োগের প্রজ্ঞাপন জারি হয়নি: মন্ত্রণালয়

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, আগস্ট ১০, ২০২৪
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিয়োগের প্রজ্ঞাপন জারি হয়নি: মন্ত্রণালয়

ঢাকা: আন্দোলনকারীদের দাবির মুখে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগের পর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিয়োগের কোনো প্রজ্ঞাপন জারি করা হয়নি বলে জানিয়েছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

শনিবার (১০ আগস্ট) মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে এক বার্তায় সন্ধ্যা ছয়টার দিকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এখন পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিয়োগের কোনো প্রজ্ঞাপন জারি হয়নি। তাই এ বিষয়ে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশ করা থেকে বিরত থাকতে আইন মন্ত্রণালয় অনুরোধ জানিয়েছে।

এর আগে দুপুরে প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে সুপ্রিম কোর্টমুখী লং মার্চ করেন শিক্ষার্থীরা।

বিকেল ৩টার দিকে সচিবালয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানান, প্রধান বিচারপতি মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন। সেটি প্রধান উপদেষ্টার মতামত নেওয়ার পর রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে।

একই দিন আপিল বিভাগের আরও ৫ জন পদত্যাগ করেন।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, আগস্ট ১০, ২০২৪
এমআইএইচ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।