ঢাকা, বুধবার, ২৮ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

২৪ ঘণ্টায় ডেভিল হান্টে গ্রেপ্তার ৬০৭  

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৫
২৪ ঘণ্টায় ডেভিল হান্টে গ্রেপ্তার ৬০৭  

ঢাকা: সারা দেশে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার করা হয়েছে ৬০৭ জন।  

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

 

তিনি জানান, অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার করা হয়েছে ৬০৭ জনকে। এছাড়া এই বিশেষ অপারেশনসহ অন্যান্য অভিযানে গতকাল রাত থেকে আজ পর্যন্ত এক হাজার ৭৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।  

অপারেশন ডেভিল হান্টে দুটি পিস্তল, একটি এলএমজি, দুই রাউন্ড গুলি, একটি শুটারগান, পাঁচটি কার্তুজ, ১৩টি ছুরি, দুটি কুড়াল, দুটি লাঠি, একটি করাত, তিনটি হাতুড়ি, দুটি প্লাস, একটি পাইপগান, দুটি বাটাল ও ছয়টি রামদা উদ্ধার করা হয়েছে।   

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে শনিবার সারা দেশে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার।  

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৫
এজেডএস/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।