ঢাকা, বৃহস্পতিবার, ৩ বৈশাখ ১৪৩২, ১৭ এপ্রিল ২০২৫, ১৮ শাওয়াল ১৪৪৬

জাতীয়

পাওনা টাকা চাওয়ায় দোকানিকে পিটিয়ে হত্যা, লাশ নিয়ে বিক্ষোভ স্বজনদের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৫ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৫
পাওনা টাকা চাওয়ায় দোকানিকে পিটিয়ে হত্যা, লাশ নিয়ে বিক্ষোভ স্বজনদের লাশ নিয়ে বিক্ষোভ

ঝিনাইদহের সদর উপজেলার বাদপুকুরিয়া গ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মোহাম্মদ আলী (৬০) নামে এক দোকানিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর লাশ নিয়ে সড়কে বিক্ষোভ করেছেন স্বজনরা।

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ১০টার দিকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের ডাকবাংলা নারায়ণপুর সড়ক অবরোধ করে লাশ নিয়ে বিক্ষোভ করেন স্বজনরা। এসময় সড়কের দুইপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এর আগে দুপুরের দিকে পাওনা টাকা চাওয়ায় স্থানীয় বাদপুকুর গ্রামের মুদি দোকানি মোহাম্মদ আলীকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলী সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বাদপুকুর গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন- অভিযুক্ত আসাদুল ইসলাম (১৯), তার বাবা আশকর আলী (৬২) ও আশকর আলীর স্ত্রী আয়েশা বেগম।

স্থানীয়রা জানায়, সকালে পাওনা টাকা আদায়ের জন্য আসাদুল ইসলামের কাছে যান মুদি দোকানি মোহাম্মদ আলী। সেসময় আসাদুল ইসলাম, তার বাবা আশকর আলী ও আশকর আলীর স্ত্রী আয়েশা বেগম মিলে দোকানি মোহাম্মদ আলীকে বেধড়ক মারধর শুরু করেন। একপর্যায়ে মোহাম্মদ আলী চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়েন। এসময় স্থানীয়রা এসে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়ার পথে মারা যান দোকানি মোহাম্মদ আলী।

এদিকে ঘটনার পরে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সদর থানা পুলিশ হত্যা মামলা নিতে গড়িমসি করছে বলে অভিযোগ নিহতের স্বজনদের। তারা জানিয়েছেন, দুপুর থেকে মামলা দায়েরের চেষ্টা করলেও পুলিশ নানান অজুহাত দেখিয়ে মামলা নিচ্ছে না। যে কারণে নিহতের স্বজনরা রাতেই লাশ নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, সদর থানায় মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৫

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।