ঢাকা, রবিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

নির্যাতনকারীর শাস্তি দাবিতে সাভারে এলাকাবাসীর মানববন্ধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
নির্যাতনকারীর শাস্তি দাবিতে সাভারে এলাকাবাসীর মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভারে জমি সংক্রান্ত জেরে যুবকের কজ্বি কেটে নেওয়ার ঘটনায় নির্যাতনকারীদের  গ্রেফতার এবং শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী।

সাভার (ঢাকা): সাভারে জমি সংক্রান্ত জেরে যুবকের কজ্বি কেটে নেওয়ার ঘটনায় নির্যাতনকারীদের  গ্রেফতার এবং শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী।

শনিবার (১২ নভেম্বর) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকায় এ কর্মসূচি পালন করে তারা।

স্থানীয় সূত্রে জানা যায়, আমিনবাজার ডোবারই এলাকায় চার শতাংশ জমি নিয়ে আকাশ নামে এক যুবকের সঙ্গে বিরোধ চলে আসছিলো একই এলাকার হাফিজুল গংদের। ৩ নভেম্বর আকাশ ওই জমিতে মাটি ভরাটে করতে গেলে হাফিজুল ও তার ভাই সাকুসহ অন্যান্য সহযোগীরা তাকে তুলে নিয়ে যায়। পরে ওই যুবককে ডান হাতের কজ্বি ও বাম হাতের আঙ্গুল কেটে দেয় তারা।

মানববন্ধন থেকে নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলনেঁও হুঁশিয়ারি উচ্চরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।