ঢাকা, রবিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

সারিয়াকান্দিতে আসামি গ্রেফতার

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
সারিয়াকান্দিতে আসামি গ্রেফতার

বগুড়ার সারিয়াকান্দিতে ছয়বছর পর স্ত্রী হত্যা মামলায় আদালতে পরোয়ানাভুক্ত পলাতক আসামি জামাল শেখকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ।

সারিয়াকান্দি (বগুড়া): বগুড়ার সারিয়াকান্দিতে ছয়বছর পর স্ত্রী হত্যা মামলায় আদালতে পরোয়ানাভুক্ত পলাতক আসামি জামাল শেখকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ।

 

শনিবার (১২ নভেম্বর) দুপুরে সারিয়াকান্দি হাটে পাট বিক্রির সময় তাকে গ্রেফতার কর‍া হয়।

সারিয়াকান্দি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এনায়েত কবির জানান, ২০০৪ সালে শিমুল তাইড় চরে জমি বিরোধের জের ধরে স্ত্রী বুলি বেগমকে হত্যা করেছিলেন জামাল শেখ।

এ ঘটনায় তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে কারাগারে পাঠানো হয়। সেখানে ২ বছর কারাবাস করার পর জামিনে বের হন তিনি। এরপর থেকে ৬ বছর পলাতক ছিলেন জামাল শেখ।

শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে হাটে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
বিএসকে/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।