ঢাকা, রবিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বাগাতিপাড়ায় গাঁজা সেবন ও বিক্রির অভিযোগে আটক ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
বাগাতিপাড়ায় গাঁজা সেবন ও বিক্রির অভিযোগে আটক ৬

নাটোরের বাগাতিপাড়ায় গাঁজা সেবন, বহন ও বিক্রির অভিযোগে ছয়জনকে আটক করেছে পুলিশ। শনিবার (১২ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে বাগাতিপাড়া উপজেলার তমালতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

নাটোর: নাটোরের বাগাতিপাড়ায় গাঁজা সেবন, বহন ও বিক্রির অভিযোগে ছয়জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১২ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে বাগাতিপাড়া উপজেলার তমালতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- বাগাতিপাড়ার চক হরিরামপুর গ্রামের সামসুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম জনি (৩২), থান্টুর ছেলে মুন্নাফ (২২), নুরপুর মালঞ্চি গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে আনোয়ার হোসেন (৩৫), মকবুল হোসেনের ছেলে কোরবান হোসেন (৩৬), কাজিরচক মালঞ্চি গ্রামের রফিজ উদ্দিনের ছেলে সোহাগ আলী (৩২) ও সিংড়ার বিয়াশ  গ্রামের মৃত জিল্লুর রহমানের ছেলে শামিম হোসেন (২৪)।

বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, আটক সবাই গাঁজা সেবনকারী ও বিক্রেতা। তারা সংঘবদ্ধ হয়ে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে গাঁজা বিক্রি করেন। রাত হলেই তারা তমালতলা বাজারের পাশের নির্জন স্থানে একত্রিত হয়ে গাঁজা সেবন ও বিক্রির আসর বসান। এনিয়ে স্থানীয়রা থানায় অভিযোগ করেন। ওই অভিযোগের সূত্র ধরে শনিবার রাত পৌনে ১১টার দিকে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে।

এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
জিপি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।