ঢাকা, রবিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় ওসিসহ ৩ পুলিশের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
কুষ্টিয়ায় ওসিসহ ৩ পুলিশের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুষ্টিয়ায় ক্রসফায়ারে কৃষক হত্যা মামলায় ওসিসহ তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। রোববার (১৩ নভেম্বর) কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট...

কুষ্টিয়া: কুষ্টিয়ায় ক্রসফায়ারে কৃষক হত্যা মামলায় ওসিসহ তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

রোববার (১৩ নভেম্বর) কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মিজানুর রহমান এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

গ্রেফতারি পরোয়ানা জারি করা পুলিশ সদস্যরা হলেন-কুষ্টিয়ার ইসলামী বিশ^বিদ্যালয় থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম ও কনস্টেবল ফারুক হোসেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ১৯ জানুয়ারি দাউদ হোসেন নামে এক কৃষককে মামলা থাকার কথা বলে বাড়ি থেকে ধরে নিয়ে আসেন ওই তিন পুলিশ। পরে ক্রসফায়ারে হত্যা করার ভয় দেখিয়ে তার কাছে মোটা অংকের টাকা দাবি করেন তারা। টাকা দিতে না পারায় পরদিন তারা দাউদ হোসেনকে সন্ত্রাসী  সাজিয়ে ক্রসফায়ারে হত্যা করেন। এ ঘটনায় ইসলামী বিশ^বিদ্যালয় থানা পুলিশ আদালতে এফআরটি দাখিল করে। নিহত দাউদ হোসেনের স্ত্রী রোমেছা খাতুন বাদী হয়ে পুলিশের দেওয়া এফআরটির বিরুদ্ধে নারাজি পিটিশন দাখিল করেন। পরে ওসিসহ তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে হত্যা মামলা করেন তিনি।

জুডিশিয়ালসহ তিন দফা তদন্ত শেষে সিআর ৯৬/১৬ নম্বর মামলা হিসেবে আদালতে বিচার কার্যক্রম শুরু হয়। এর প্রেক্ষিতে আদালত রোববার ওই তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।