ঢাকা, রবিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজধানীতে মা-ছেলে অজ্ঞানপার্টির খপ্পরে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
রাজধানীতে মা-ছেলে অজ্ঞানপার্টির খপ্পরে

রাজধানীর সদরঘাটে অসুস্থ মা ও ছেলে অজ্ঞানপার্র্টি খপ্পরে পড়ে নগদ টাকা ও স্বর্ণের চেইন খুইয়েছেন।

ঢাকা: রাজধানীর সদরঘাটে অসুস্থ মা ও ছেলে অজ্ঞানপার্র্টি খপ্পরে পড়ে নগদ টাকা ও স্বর্ণের চেইন খুইয়েছেন।

 

রোববার (১৩ নভেম্বর) পিরোজপুর থেকে ঢাকাগামী একটি লঞ্চে অজ্ঞানপার্টির খপ্পরে পড়েন মা রুবি বেগম (৪০) ও ছেলে সুমন (১৮)।

তাদের বাড়ি পিরোজপুরের কাউখালী উপজেলায়।

ওই লঞ্চে থাকা আহতদের প্রতিবেশী জাহিদ বাংলানিউজকে জানান, সকালে ওই লঞ্চে অজ্ঞান অবস্থায় মা ও ছেলেকে পড়ে থাকতে দেখি। পরে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে এনে ভর্তি করেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, আহতদের পাকস্থলি পরিষ্কার করার পর তাদের কাকরাইল ইসলামী ব্যাংক মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬

এজেডএস/এএটি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।