ঢাকা, রবিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

সাড়ে ৪ মাস পর হলি আর্টিজান হস্তান্তর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
সাড়ে ৪ মাস পর হলি আর্টিজান হস্তান্তর

রাজধানীর গুলশানের স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনার প্রায় সাড়ে ৪ মাস পর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

ঢাকা: রাজধানীর গুলশানের স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনার প্রায় সাড়ে ৪ মাস পর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

রোববার (১৩ নভেম্বর) বিকেলে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) কর্তৃপক্ষের কাছে রেস্তোরাঁর দায়িত্ব বুঝিয়ে দেয়।

সিটিটিসি-এর অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) আব্দুল মান্নান বাংলানিউজকে জানান, রোববার সকাল থেকেই রেস্তোরাঁর হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়। সার্বিকভাবে বিকেল নাগাদ প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী শাহাদাত হোসেনের কাছে  সব কিছু বুঝিয়ে দেওয়া হয়েছে।  

গত ১ জুলাই (শুক্রবার) রাতে হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় জঙ্গিরা। এ হামলায় ১৭ বিদেশি নিহত হন। জঙ্গি হামলায় নিহত হন দুই পুলিশ সদস্যও। পরে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানে ছয় জঙ্গি নিহত হয়।  

 হামলার পর থেকেই পুলিশের দখলে ছিলো হলি আর্টিজান রেস্তোরাঁ। তদন্তের স্বার্থে রেস্তোরাঁ ও এর পাশের লেকভিউ ক্লিনিকটি পুলিশের নিরাপত্তা বলয়ের ভেতরে ছিলো।  

ওই সময় পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে পর্যাপ্ত আলামত সংগ্রহের পর তা উন্মুক্ত করে দেওয়া হবে।  

এ হামলার ঘটনা তদন্তে যুক্তরাষ্ট্র, ভারত ও সিঙ্গাপুর থেকে প্রযুক্তি সহায়তা নেওয়ার কথা বলেছিলো  পুলিশ।  

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
পিএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ