ঢাকা, রবিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

শাহজাদপুরে হত্যা মামলায় ১৯ আসামি কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
শাহজাদপুরে হত্যা মামলায় ১৯ আসামি কারাগারে

সিরাজগঞ্জের শাহজাদপুরে ইউসুফ আলী হত্যা মামলায় ১৯ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার (১৩ নভেম্বর) সন্ধ্যার দিকে তাদের জেলা কারাগারে পাঠানো হয়।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে ইউসুফ আলী হত্যা মামলায় ১৯ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (১৩ নভেম্বর) সন্ধ্যার দিকে তাদের জেলা কারাগারে পাঠানো হয়।

এর আগে দুপুরে আসামিরা সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।

শুনানি শেষে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ মোরশেদ আলম আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। নিহত ইউসুফ আলী উপজেলার মোয়াখোলা গ্রামের নসিব উদ্দিনের ছেলে।

আসামিরা হলেন-উপজেলার মোয়াখোলা গ্রামের লাল মিয়া, আফাল মোল্লা, হাফিজুল ইসলাম, নুর ইসলাম, আবু তাহের, সেলিম, রমজান আলী, আফসার আলী, আনিসুর রহমান, ফজলার রহমান, আব্দুল আলিম, হানিফ, নুরুল্লাহ, হাসেম আলী, মোতালেব হোসেন, জমিদার, দুলাল হোসেন, শাহিন, সুরমান আলী।

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জেনারেল রেজিস্ট্রার অফিসার (জিআরও) আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

২০১৫ সালের ৭ নভেম্বর শাহজাদপুর উপজেলার মোয়াখোলা গ্রামে শহিদুল মোল্লা ও আফসার মোল্লা গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এসময় ধারালো ফালার আঘাতে ইউসুফ আলী ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়। নিহত ইউসুফের বাবা নসিব উদ্দিন বাদী হয়ে ৭০ জনকে আসামি করে শাহজাদপুর থানায় মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ