ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বাকৃবিতে কৃষাণীদের মাঝে ধানের বীজ বিতরণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৬
বাকৃবিতে কৃষাণীদের মাঝে ধানের বীজ বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কৃষাণীদের মধ্যে বিনামূল্যে উন্নত জাতের ধানের বীজ বিতরণ করা হয়েছে। 

বাকৃবি(ময়মনসিংহ): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কৃষাণীদের মধ্যে বিনামূল্যে উন্নত জাতের ধানের বীজ বিতরণ করা হয়েছে।  

বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদীয় কনফারেন্স রুমে ১০০ জন কৃষাণীর মাঝে ‘বিনা-১০’ ও ‘বিনা -১১’ জাতের উন্নতমানের ধানের বীজ বিতরণ করা হয়।

 

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অর্থায়নে ‘ফুড সিকিউরিটি অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ ইস্যু: প্রোডাকশন অ্যান্ড ডিসেমিনেশন অব শর্ট ডিউরেশন স্ট্রেস টলারেন্ট রাইস ভ্যারাইটিজ টু দি ফার্মারস অব বাংলাদেশ’ প্রকল্পের অংশ হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সম্প্রসারণ কেন্দ্র (বাউএক) এর আয়োজন করে।  

বীজ বিতরণ অনুষ্ঠানে প্রকল্পটির প্রধান গবেষক অধ্যাপক ড. লুৎফুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর।  

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাউরেস’র পরিচালক অধ্যাপক ড. মো. মঞ্জুরুল আলম ও যুক্তরাস্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয়ের ‘ইন্টিগ্রেটিং জেন্ডার অ্যান্ড নিউট্রিশন উইদইন এগ্রিকালচারাল এক্সটেনশন সার্ভিস’ এর পরিচালক অ্যান্ড্রি বি. বন।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৬
পিসি/
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।