ঢাকা, বুধবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বগুড়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৬
বগুড়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন ছবি: আরিফ জাহান/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নানা আয়োজনের মধ্য দিয়ে বগুড়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন করা হয়েছে।

বগুড়া: নানা আয়োজনের মধ্য দিয়ে বগুড়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন করা হয়েছে।

শুক্রবার (০৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে শহরের সাতমাথায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও দুর্নীতি দমন কমিশন (দুদক) জেলা কার্যালয়ের সহযোগিতায় মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

পরে জেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রাশসক (ডিসি) মো. আশরাফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলার পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান।

এছাড়া সভায় জেলা দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মো. আনোয়ারুল হক, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক প্রফেসর মো. মোজাম্মেল হক, সদস্য ডা. সিএম ইদ্রিস, বাবুল আখতার, জাহাঙ্গীর আলম প্রমুখ বক্তব্য রাখেন।

শেষে দুর্নীতি না করতে উপস্থিত সবাই শপথ গ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৬

এমবিএইচ/এএটি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।