ঢাকা, বুধবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ধুনটে পাঁচ নারীকে জয়িতা সম্মাননা

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১১ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৬
ধুনটে পাঁচ নারীকে জয়িতা সম্মাননা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে বগুড়ার ধুনট উপজেলার পাঁচ নারীকে জয়িতা সম্মাননা দেওয়া হয়েছে।

ধুনট (বগুড়া): ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে বগুড়ার ধুনট উপজেলার পাঁচ নারীকে জয়িতা সম্মাননা দেওয়া হয়েছে।

 

শুক্রবার (০৯ ডিসেম্বর) সকাল ১১টার দিকে ধুনট উপজেলা পরিষদ মিলনায়তনে জয়িতাদের এ সম্মাননা দেওয়া হয়।

 

বিভিন্ন ক্যাটাগরির মধ্যে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনে অঞ্জলী বেগম, সফল জননী তাহমিনা খাতুন, মর্যাদা উন্নয়নে আমেনা খাতুন, শিক্ষা ও চাকরিতে শাহীনা আকতার ও নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে উদ্যম জীবন পরিচালনার জন্য আম্বিয়া খাতুন জয়িতাকে এ সম্মাননা দেওয়া হয়।

ধুনট উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মাদ ইব্রাহীম।

এতে বক্তব্য রাখেন- ধুনট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূর জাহান আক্তার, পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেবুন নেছা, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম সোবহান, উপজেলা সহকারী মহিলা বিষয়ক কর্মকর্তা আনোয়ারা খাতুন ও ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম।

ধুনট এনইউ পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোজাম্মেল হক, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানারা খাতুন, গোসাইবাড়ী ডিগ্রি কলেজের প্রভাষক রায়হান কবির, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু বক্কর সিদ্দিক প্রমুখ।

এছাড়া ‘আসুন দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই, সবাই মিলে শপথ করি দুর্নীতিবাজদের ঘৃণা করি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৬  
এজি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।