ঢাকা, বুধবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে তিন মাদক ব্যবসায়ী আটক

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৬
রূপগঞ্জে তিন মাদক ব্যবসায়ী আটক

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক স্থানে অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক স্থানে অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (০৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার মঙ্গলখালী ও তারাব এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- মঙ্গলখালী এলাকার রমজান আলীর ছেলে মনির হোসেন, হাসু উদ্দিনের ছেলে ইব্রাহীম ও তারাব দক্ষিণপাড়া এলাকার রফিক ভুইয়ার ছেলে মাযাহারুল ইসলাম।

রূপগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) মাহাবুবুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলখালী এলাকার আশপাশে অভিযান চালানো হয়। এসময় পাঁচ বোতল ফেন্সিডিলসহ মনির ও ইব্রাহীমকে আটক করা হয়।

এদিকে, তারাব দক্ষিণপাড়া এলাকার মাদক ব্যবসায়ী মাযাহারুল ইসলাম তার বাবা রফিক ভুইয়াসহ পরিবারের সদস্যদের মারধর করতো। এমন অভিযোগের ভিত্তিতে তাকে আটক কর‍া হয়।

আটক ব্যক্তিদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে বলে জানান এসআই।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।