ঢাকা, বুধবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে ৫ নারীকে জয়িতা সম্মাননা প্রদান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৬
লক্ষ্মীপুরে ৫ নারীকে জয়িতা সম্মাননা প্রদান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুরে কর্মক্ষেত্রে সফল ৫ নারীকে জয়িতা সম্মাননা দিয়েছে জেলা প্রশাসন। 

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে কর্মক্ষেত্রে সফল ৫ নারীকে জয়িতা সম্মাননা দিয়েছে জেলা প্রশাসন।  

শুক্রবার (০৯ ডিসেম্বর) বিকেলে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধপক্ষ ও রোকেয়া দিবস উপলক্ষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সম্মাননা দেওয়া হয়।

 জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা জোবেদা খানমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজ্জাদুল হাসান।  

সেখান বক্তব্য রাখেন- জেলা তথ্য কর্মকর্তা আব্দুল্যাহ আল মামুন, জাতীয় মহিলা সংস্থার সভানেত্রী ফরিদা ইয়াছমিন লিকা প্রমুখ।  

জয়িতা সম্মাননা প্রাপ্তরা হলেন- তাপশ্রী রানী দাস, নিলুপা আক্তার ঝর্না, তাহেরা বেগম, মারজাহান বেগম ও মমতাজ বেগম।  

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।