ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে নতুন সড়ক আইনে ৮ মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৯
রাঙামাটিতে নতুন সড়ক আইনে ৮ মামলা

রাঙামাটি: রাঙামাটিতে নতুন সড়ক পরিবহন আইন বিষয়ে সচেতনতার লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে রাঙামাটি শহরের পৌরসভা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হয়।

রাঙামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলাম বলেন, হেলমেট ব্যবহার না করা, লাইসেন্স আপডেট না থাকাসহ বিভিন্ন ধরনের অপরাধে আটটি যানবাহনকে নতুন মোটরযান আইনে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

ম্যাজিস্ট্রেট আরও বলেন, চালকদের নতুন সড়ক পরিবহন আইন সম্পর্কে ধারণা দিতে সচেতনতামূলক মোবাইল কোর্ট পরিচালনা করছি।

এদিকে প্রথমদিনের মোবাইল কোর্টে ৮টি মামলায় ৪২০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জানিয়েছেন রাঙামাটি বিআরটিএ’র দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইন্সপেক্টর শফিক-উল-ইসলাম। এ সময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।