বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) সকালে রাজধানীর মিরপুর রোডে অবস্থিত রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্রে এ উৎসবের উদ্বোধন করা হয়।
সকালে প্রধান অতিথি হিসেবে উৎসব উদ্বোধন করেন ঢাকাস্থ রাশিয়ান দূতাবাসের রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্রের পরিচালক ম্যাক্সিম দোব্রখোতভ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ একাডেমি ট্রাস্টের চেয়ারম্যান ড. আবুল কালাম আজাদ।
সকালে একটি বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে শুরু হয় উৎসবের আনুষ্ঠানিকতা। এরপর র্যালি শেষে রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্র গ্যালারিতে একটি ছবি প্রদর্শনীর উদ্বোধন করা হয়। এতে স্থান পেয়েছে ২০০টি ছবি।
প্রদর্শনীর উদ্বোধন শেষে অনুষ্ঠিত হয় আলোচনা পর্ব। এই আলোচনায় উৎসবের প্রধান অতিথি এবং সভাপতিসহ অংশ নেন কবি কাজী রোজী, মুক্তিযুদ্ধ একাডেমি ট্রাস্টের ট্রাস্টি হাফিজুর রহমান আলম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনিস মাহমুদ প্রমুখ।
আলোচনায় রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্রের পরিচালক ম্যাক্সিম দোব্রখোতভ বলেন, বাংলাদেশে অন্যতম গর্বের বিষয় হলো মুক্তিযুদ্ধ। ভাষা এবং দেশকে স্বাধীন করার জন্য বাঙালিরা যেভাবে আত্মত্যাগ করেছেন তা বিশ্বে অনন্য। এই উৎসবের মধ্য দিয়ে আমরা সেইসব আত্মত্যাগী মানুষদের স্মরণ করি।
আলোচনা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বিভিন্ন দেশাত্মবোধক গান এবং আবৃত্তি পরিবেশন করে রাজধানীর পুরান ঢাকার সাংস্কৃতিক সংগঠন সপ্তকলির আসর। এছাড়া কবিতা পাঠ এবং আবৃত্তি করেন কবি কাজী রোজী, আসলাম সানী, সুজন হাজং, রোকন জোহর প্রমুখ।
রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্র গ্যালারিতে এই প্রদর্শনী চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। শুক্রবার ও শনিবার ছাড়া এই প্রদর্শনী প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত।
বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৯
এইচএমএস/এইচএডি/