ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাজীপুরে কারখানার আগুন নিয়ন্ত্রণে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৯ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৯
গাজীপুরে কারখানার আগুন নিয়ন্ত্রণে

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর বাদাম এলাকায় ‘লামিছা স্পিনিং লিমিটেড কারখানায়’ লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। 

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে টঙ্গী ফায়ার সার্ভিসসহ ১১টি ইউনিট কর্মীরা প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মামুনুর রশিদ বাংলানিউজকে জানান, টঙ্গীর বাদাম এলাকায় লামিছা স্পিনিং লিমিটেড কারখানায় আগুন লাগার খবর পেয়ে টঙ্গী, উত্তরা ও মিরপুর ফায়ার সার্ভিসসহ আশপাশের ১১টি ইউনিট কর্মীরা ছুটে আসে।

এরপরে আড়াই ঘণ্টার চেষ্টায় সন্ধ্যায় পৌনে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ওই টিনশেড কারখানার মেশিনপত্র, সুতা, সিলিং ও আসবাবপত্র পুড়ে গেছে। এঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৯ 
আরএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।