ঢাকা, বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

জাতীয়

বৈষম্য বিলোপ আইন পাসের দাবি দলিত পরিষদের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:১৩, ডিসেম্বর ৬, ২০১৯
বৈষম্য বিলোপ আইন পাসের দাবি দলিত পরিষদের

ঢাকা: দলিত সমাজের মানবাধিকার সুরক্ষায় প্রস্তাবিত ‘বৈষম্য বিলোপ আইন-২০১৫’ এর সুনিদির্ষ্ট কর্মপরিকল্পনা, দ্রুত পাস এবং তা বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ দলিত পরিষদ (বিডিপি) নামে একটি সংগঠন। একইসঙ্গে জাতীয় সংসদসহ স্থানীয় সরকার বিভাগে দলিত জনগোষ্ঠীর জন্য আসন সংরক্ষনের পাশাপাশি তাদের মর্যাদা প্রতিষ্ঠায় ‘জাতীয় দলিত কমিশন’ গঠনেরও দাবি জানিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে বিডিপি আয়োজিত বিশ্ব মর্যাদা দিবস ও বৈষম্য বিলোপ আইন পাসের দাবিতে জাতীয় নীতি সংলাপে এসব দাবি জানান দেশের বিশিষ্টজনেরা।

অনুষ্ঠানে শাহরিয়ার কবির বলেন, আমি কাউকে ছোট করার জন্য বলছি না, সংখ্যার ভিত্তিতে যারা সংখ্যালঘু বা দলিত সম্প্রদায়, তারাতো এক ঈশ্বরেরই।

কিন্তু এক ঈশ্বর বা ভগবান হলেও মন্দিরে দলিত শ্রেণির কেনো প্রবেশাধিকার থাকবে না। এটাতো বাংলাদেশ, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে দেশ স্বাধীন করেছিলাম। তাহলে কেনো বৈষম্য থাকবে। আমরা এ ধরনের কোনো বৈষম্য দেখতে চাই না।

বাংলাদেশ দলিত পরিষদের সাধারণ সম্পাদক অশোক দাসের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্টজনদের পাশাপাশি সংগঠনটির সভাপতি উদয় কৃষ্ণ, পরিত্রাণের নির্বাহী পরিচালক মিলন দাস, স্বাধীন বেতার কেন্দ্রের শিল্পী মনোরঞ্জন শীল ঘোষাল, মানুষের জন্য ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর অনিক আসাদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৯
ইএআর/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।