ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মেহেরপুর মুক্ত দিবস পালন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৯
মেহেরপুর মুক্ত দিবস পালন

মেহেরপুর: স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ, বর্ণাঢ্য শোভাযাত্রা এবং আলোচনা সভার মধ্য দিয়ে মেহেরপুর মুক্ত দিবস পালন করা হয়েছে।

শুক্রবার (০৬ ডিসেম্বর) সকালে মেহেরপুর কোর্ট চত্বরের গণকবর, মেহেরপুর জেলা পরিষদ চত্বর এবং শহীদ মেহেরপুর কলেজ মোড়ের শহীদ স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করা হয়।  

জেলা প্রশাসক আতাউল গনি পৃথকভাবে তিনটি স্থানে পুষ্পমাল্য অর্পণ করেন।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইবাদত হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক তৌফিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুল আলম, মুক্তিযোদ্ধা কেএম আতাউল হাকিম লালমিয়া ক্যাপ্টেন আব্দুল মালেক মেহেরপুরের মুক্তিযোদ্ধাগণ অংশ নেয়।  

মেহেরপুর মুক্ত দিবস উপলক্ষে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ক্যাপ্টেন অব আব্দুল মালেকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হিসাব উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক সহ-সভাপতি আব্দুল হালিম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কেএম আতাউল হাকিম লাল মিয়া, আওয়ামী লীগ নেতা শহীদ সাদেক হোসেন বাবলু, মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম, হায়দার আলী, নুরুল আহমেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।