ঢাকা, রবিবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

জাতীয়

৪৮ হাজার ইয়াবাসহ বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২২
৪৮ হাজার ইয়াবাসহ বিক্রেতা আটক ইয়াবাসহ আটক নজরুল ইসলাম

বরগুনা: ৪৮ হাজার পিস ইয়াবাসহ বরগুনায় মো. নজরুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।  

শুক্রবার (০৪ ফেব্রুয়ারি) বিকেলে জেলার বামনা উপজেলার সদর ইউনিয়নের পূর্ব সফিপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

নজরুল একই এলাকার আবুল হাশেম সিকদারের ছেলে।  

লেফটেন্যান্ট কমান্ডার মো. শহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, ইয়াবার চালান সংক্রান্ত গোপন তথ্যের ভিত্তিতে নিশ্চিত হয়ে বামনা সদরের পূর্ব সফিপুর গ্রামের নজরুল ইসলাম সিকদারের বাড়িতে তল্লাশি চালানো হয়। অভিযানে বাড়ির রান্নাঘর থেকে ৪৮ হাজার পিস ইয়াবাসহ বিক্রেতা নজরুলকে আটক করা হয়।

স্থানীয় ইউপি সদস্য আকতারুজ্জামান জানান, নজরুল কক্সবাজার মাছের ট্রলারে থাকেন। দেড় মাস যাবত তিনি বাড়িতে রয়েছেন। এ বিপুল পরিমাণ ইয়াবা তিনি হয় তো মিয়ানমার কিংবা টেকনাফ থেকে নিয়ে এসেছেন বলে ধারণা করছি।

র‍্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মো. শহিদুল ইসলাম আরও জানান, আটক নজরুলকে বামনা থানায় হস্তান্তর করা হবে।  

বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বশিরুল আলম বাংলানিউজকে জানান, মাদকবিক্রেতা নজরুলকে থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে। তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ০০৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।