ঢাকা, শুক্রবার, ৭ আষাঢ় ১৪৩১, ২১ জুন ২০২৪, ১৩ জিলহজ ১৪৪৫

জাতীয়

দীঘিনালায় জাবারাং’র উদ্যোগে শিশুদের জন্য শিখন কেন্দ্র

‍স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২২
দীঘিনালায় জাবারাং’র উদ্যোগে শিশুদের জন্য শিখন কেন্দ্র দীঘিনালায় জাবারাং’র উদ্যোগে শিশুদের জন্য শিখন কেন্দ্র

খাগড়াছড়ি: দীঘিনালায় ঝরে পড়া শিশুদের শিক্ষা গ্রহণের বিকল্প আশ্রয়স্থল পূর্ব কাঠালতলী শিখন কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (০৮ এপ্রিল) দীঘিনালা উপজেলাধীন বোয়ালখালী ইউনিয়নের পূর্ব কাঠালতলী গ্রামের ৩০ জন ঝরে পড়া শিশু শিক্ষার্থীদের জন্য শিখন কেন্দ্র উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফার সভাপতিত্বে শিখন কেন্দ্রের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কাশেম।

উদ্বোধনী অনুষ্ঠান আলোচনা সভায় জাবারাং কল্যাণ সমিতি'র প্রকল্প সমন্বয়কারী বিনোদন ত্রিপুরার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা।

প্রধান অতিথির চেয়ারম্যান মো. কাশেম বলেন, গত দুই বছরে করোনা মহামারীর কারণে এবং গরীব অভিভাবকদের বহুমাত্রিক আর্থিক সংকটের কারণে বহু শিশু ঝরে পড়েছে। এদের বিকল্প শিখন ব্যবস্থা করার জন্য শিখন কেন্দ্র চালু হয়েছে। শিখন কেন্দ্রের কোনো ঘাটতি থাকলে তাও পূরণ করা হবে।

উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মো. আবু নাজের বলেন, পিইডিপি-৪ এর লক্ষ্যমাত্রা অনুযায়ী ৮-১৪ বছর বয়সী বিদ্যালয় বহির্ভূত কিংবা ঝরে পড়া ১০ লাখ শিশুকে উপানুষ্ঠানিক শিক্ষা দেওয়া হবে।  

দীঘিনালা উপজেলায় ৭০টি উপানুষ্ঠানিক শিখন কেন্দ্রের মাধ্যমে সর্বোচ্চ ২ হাজার ১০০ ঝরে পড়া শিক্ষার্থী জরিপের মাধ্যমে তাদেরকে শিক্ষার মূল ধারায় আনাই এ কর্মসূচির প্রধান লক্ষ্য।

আলোচনা সভা শেষে অতিথিদের মাধ্যমে ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্যে নতুন বই তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন পাড়া কারবারি যতীন বিকাশ কারবারি, বোয়ালখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পংকজ কুমার চৌধুরী, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সোনা রতন চাকমা, উপজেলা শিক্ষা অফিসার সুস্মিতা ত্রিপুরা, উপজেলা রিসোর্স সেন্টার ইন্সট্রাক্টর মো. মাইন উদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২২
এডি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।