ঢাকা, শুক্রবার, ৭ আষাঢ় ১৪৩১, ২১ জুন ২০২৪, ১৩ জিলহজ ১৪৪৫

জাতীয়

কটিয়াদীতে পাচারকালে ৪৭ বস্তা সরকারি চালসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, জুলাই ৮, ২০২২
কটিয়াদীতে পাচারকালে ৪৭ বস্তা সরকারি চালসহ আটক ২

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় পাচারকালে ৪৭ বস্তা সরকারি চালসহ দুজনকে আটক করেছে পুলিশ।  

শুক্রবার (০৮ জুলাই) ভোরে উপজেলার মানিকখালি এলাকার একটি লরি থেকে চালের বস্তাগুলো জব্দ করা হয়।

 

এসময় লরির চালক মজিবুর রহমান (৩০) ও হেলপার হারুন মিয়াকে (৩২) আটক করে পুলিশ।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (০৮ জুলাই) ভোর ৪টার দিকে স্থানীয়দের মাধ্যমে ৯৯৯ এ ফোন পেয়ে ঘটনাস্থলে যায় কটিয়াদী থানা পুলিশ। এরপর সরকারি চালের বস্তা দেখতে পেয়ে লরিটি আটক করে পুলিশ। পরে ৪৭ বস্তা চাল জব্দ করে লরি ট্রাক্টরের চালক মজিবুর রহমান ও হেলপার হারুন মিয়াকে থানায় নিয়ে যাওয়া হয়। লরির চালক মজিবুর রহমান ও হেলপার হারুন মিয়ার ভাষ্যমতে, সরকারি চালের বস্তাগুলো চান্দপুর ইউনিয়ন পরিষদ থেকে আনা হয়েছে। তারা চালের বস্তাগুলো হোসেনপুর নিয়ে যেতে চেয়েছিলেন।  

ভিজিএফ এর বস্তা পরিবর্তন করে সাধারণ বস্তায় ভরে চালগুলো পাচার করা হচ্ছিল বলে স্থানীয় সূত্র আরও জানায়।  

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাত হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, ৪৭ বস্তা চাল জব্দ করে লরির চালক মজিবুর রহমান ও হেলপার হারুন মিয়াকে থানায় নিয়ে আসা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, জুলাই ০৮, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।