ঢাকা, রবিবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

জাতীয়

ঢাকা-নিউইয়র্ক রুটে ফ্লাইট চালুর জন্য যুক্তরাষ্ট্রকে অনুরোধ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, জুলাই ৩১, ২০২২
ঢাকা-নিউইয়র্ক রুটে ফ্লাইট চালুর জন্য যুক্তরাষ্ট্রকে অনুরোধ

ঢাকা: ঢাকা-নিউইয়র্ক রুটে বিমান ফ্লাইট পুনরায় চালুর জন্য যুক্তরাষ্ট্রকে অনুরোধ করা হয়েছে। শনিবার (৩০ জুলাই) যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল ইসলাম এক বৈঠকে এ অনুরোধ করেন।

ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল ইসলাম বিমান ও আন্তর্জাতিক বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যানি পেটসঙ্কের সঙ্গে বৈঠক করেছেন। এ সময় শহীদুল ইসলাম বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে যোগাযোগ বাড়াতে ফ্লাইট পুনরায় চালু করার অনুরোধ করেন।

লোকসানের কারণে ২০০৬ সালে ঢাকা-নিউইয়র্ক রুটে ফ্লাইট বন্ধ করে দেয় বাংলাদেশ বিমান। এখন আবার এ রুটে বিমান যোগাযোগ চালু করতে চায় বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, জুলাই ৩১, ২০২২
টিআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।