ঢাকা, রবিবার, ২ ফাল্গুন ১৪৩১, ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৬ শাবান ১৪৪৬

রাজনীতি

লালপুরে ২ ছেলেসহ বিএনপি নেতা আটক, মুক্তির দাবিতে সড়ক অবরোধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৫
লালপুরে ২ ছেলেসহ বিএনপি নেতা আটক, মুক্তির দাবিতে সড়ক অবরোধ

নাটোর: নাটোরের লালপুরে চাঁদাবাজির অভিযোগে স্থানীয় বিএনপি নেতা ও তার দুই ছেলেকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে তাদের আটক করার প্রতিবাদে ও মুক্তির দাবিতে থানা ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিএনপির নেতা-কর্মীরা।

 

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত দফায় দফায় লালপুর থানার সামনে ও ত্রিমোহনীতে ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।  

এর আগে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে লালপুর কলোনিতে অভিযান চালিয়ে চাঁদাবাজির অভিযোগে তিনজনকে আটক করে লালপুর থানায় হস্তান্তর করে সেনাবাহিনী।  

আটকরা হলেন- লালপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও লালপুর কলোনি গ্রামের মৃত আনেজের ছেলে খোকন খাঁ (৫০), তার দুই ছেলে ছাত্রদল কর্মী ফিরোজ (৩০) ও অনিক (২৪)।  

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, লালপুর সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য জাহাঙ্গীর আলমের কাছ থেকে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন ওয়ার্ড বিএনপি নেতা খোকন খাঁ ও তার দুই ছেলে ছাত্রদলকর্মী ফিরোজ ও অনিক। চাঁদাবাজির একটি ভিডিও যৌথবাহিনীর কাছে পৌঁছলে তারা শুক্রবার রাতে লালপুর কলোনি এলাকা থেকে ওই তিনজনকে আটক করে থানায় হস্তান্তর করে।

 আটক ওই তিনজনের মুক্তির দাবিতে শনিবার সকাল ১০টার দিকে তাদের সমর্থকরা প্রথমে লালপুর থানা ঘেরাও করে। সেখান থেকে পুলিশ তাদের সরিয়ে দিলে তারা লালপুর বাজারের ত্রিমোহনী মোড়ে অবস্থান নিয়ে ঈশ্বরদী-লালপুর-বাঘা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে। এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। পরে পুলিশের আশ্বাসে দুপুর ১টার দিকে বিক্ষুব্ধরা সড়ক অবরোধ তুলে নেয়।

এ ব্যাপারে লালপুর উপজেলা বিএনপির সদ্য সাবেক সদস্য সচিব হারুন রশীদ পাপ্পু বাংলানিউজকে বলেন, ‘ আমি বিষয়টি সম্পর্কে অবগত আছি। নিছক ভুল বোঝাবুঝির কারণে সেনাবাহিনী তাদের আটক করেছে ও মারধরও করেছে। চাঁদাবাজির অভিযোগ সঠিক নয়, আমরা তাদের মুক্তি চাই। ’

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান বাংলানিউজকে বলেন, শুক্রবার রাতে চাঁদাবাজির অভিযোগে দুই ছেলেসহ বাবাকে আটকের পর লালপুর থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। তাদের বিরুদ্ধে অপরাধ দমন আইনে থানায় মামলা রুজু হয়েছে। ওই মামলায় আদালতের মাধ্যমে আটকদের কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।