ঢাকা, সোমবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৫ মে ২০২৫, ০৭ জিলকদ ১৪৪৬

সারাদেশ

রামুতে পলিথিনে মোড়ানো ছিল মানুষের বিচ্ছিন্ন পা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৪, মে ৪, ২০২৫
রামুতে পলিথিনে মোড়ানো ছিল মানুষের বিচ্ছিন্ন পা 

কক্সবাজারের রামুতে পলিথিনে মোড়ানো অবস্থায় মানুষের একটি বিচ্ছিন্ন পা উদ্ধার করেছে স্থানীয়রা।

রোববার (৪ মে) বিকেল ৪টার দিকে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মির্জা আলী স্টেশনের ব্রিজের পাশ থেকে উদ্ধার করা হয় বিচ্ছিন্ন পা।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ জয়নাল আবেদীন জানান, আছরের নামাজের পর এলাকাবাসী ব্রিজের পাশে একটি পলিথিনে মোড়ানো সন্দেহজনক কিছু দেখতে পায়। কাছে গিয়ে দেখে সেটি একটি বিচ্ছিন্ন পা। পরে তিনি ঘটনাটি পুলিশকে অবহিত করেন।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।