নাটোর: নাটোরের সিংড়ায় বাবার হাঁসুয়ার আঘাতে তার মাদকাসক্ত ছেলে মো. শরিফুল ইসলাম (৩০) নিহত হয়েছেন।
শনিবার (১৬ আগস্ট) রাতে উপজেলার মহিষমারি গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শরিফুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদক কেনার টাকার জন্য মাঝে মধ্যেই মা-বাবার সঙ্গে দুর্ব্যবহার করতেন। এমনকি টাকা না পেলে মা-বাবাকে মারধর করতেন। এ নিয়ে তাদের পরিবারে সব সময় অশান্তি লেগেই থাকতো। শনিবার বিকেলে শরিফুল তার মায়ের কাছে মাদক কেনার জন্য টাকা চান। মা টাকা দিতে না চাইলে তাকে মারধর করতে থাকেন। একপর্যায়ে মাকে ধাওয়া করেন তিনি। এ সময় তার বাবা ঘটনাস্থলে এলে বাবা-ছেলের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে শহিদুল ইসলাম উত্তেজিত হয়ে একটি ধারালো হাঁসুয়া দিয়ে ঘাড়ে আঘাত করলে ঘটনাস্থলেই শরিফুল ইসলাম মারা যান। আর ঘটনার পরপরই বাবা পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোমিনুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, এ ব্যাপারে নিহতের ছোট ভাই সজল বাদী হয়ে সকালে বাবার নামে থানায় একটি হত্যা মামলা করেছেন। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত হাসুয়া উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত শহিদুল ইসলামকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এসআই