ঢাকা, শুক্রবার, ৪ আশ্বিন ১৪৩২, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

জলদস্যুদের তথ্য দিলে ১০ হাজার টাকা পুরস্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:১৭, সেপ্টেম্বর ১৯, ২০২৫
জলদস্যুদের তথ্য দিলে ১০ হাজার টাকা পুরস্কার

সুন্দরবনের জলদস্যুদের তথ্য দিলে নাম পরিচয় গোপন রেখে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন সাতক্ষীরার পুলিশ সুপার মনিরুল ইসলাম।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে গাবুরা ইউনিয়ন পরিষদের হল রুমে অনুষ্ঠিত বিট পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

এসময় তিনি অনলাইন জুয়াড়ীদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণ, এলাকার কোন কোন শিক্ষক স্কুলে আসে না এবং কোন কোন শিক্ষার্থী স্কুলে যায় না তাদের তালিকার করার নির্দেশ দেন।

সভায় আরো উপস্থিত ছিলেন দেবহাটা সার্কেলের সহকারী পুলিশ সুপার হাফিজুর রহমান, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির মোল্লা, গাবুরা ইউপি চেয়ারম্যান জি এম মাসুদুল আলম, সাবেক চেয়ারম্যান ইসহাক আলী প্রমুখ।

এর আগে সভায় এলাকাবাসী অনলাইন জুয়ার এজেন্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, সুন্দরবনকে জলদস্যু মুক্ত করা, মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং এলাকার বিদ্যালয়ের মাঠগুলাে মুক্ত করে দেওয়া দাবি জানান।

সভা সঞ্চালনা করেন ইউনিয়ন বিট অফিসার অভীক বড়াল।

এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।