ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কাতারে আগুনে প্রাণ গেল ১১ শ্রমিকের 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৭ ঘণ্টা, জুন ৩, ২০১৬
কাতারে আগুনে প্রাণ গেল ১১ শ্রমিকের 

ঢাকা: কাতারের আবু সামারায় অবস্থিত শ্রমিকদের থাকার একটি তাঁবুতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে নিহত ১১ জন এবং আহত হয়েছেন ১২ জন।

বুধবার (০১ জুন) দিবাগত রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও বিষয়টি আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে প্রকাশ হয় শুক্রবার (০৩ জুন)।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, সালওয়া টুরিজম নামে একটি কোম্পানির শ্রমিকদের থাকার তাঁবুতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  

প্রাথমিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে এ ঘটনায় তদন্ত শুরু করেছে দেশটির আইন-শৃঙ্খলা বাহিনী।

বাংলাদেশ সময়: ০৩০৪ ঘণ্টা, জুন ০৩, ২০১৬
আরএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।